তাহিরপুরে যুবলীগের সাবেক সভাপতি সেলিম আটক
তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সেলিম হায়দারকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে এলাকায় নিজ বাসা থেকে তাঁকে আটক করেছে থানা পুলিশ।
আটক সেলিম হায়দারের স্ত্রী একজন শিক্ষক। যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে বলেন, কোন অনুমতি ছাড়াই পুলিশ ঘরে ঢুকে আমার স্বামীকে আটক করে নিয়ে চলে গিয়েছে। জানামতে আমার স্বামীর বিরুদ্ধে কোন মামলা নেই, ওয়ারেন্টও নেই।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে তাহিরপুর থানায় করা এক নাশকতার মামলার আসামি তিনি এজন্য তাকে আটক করা হয়েছে।





