সিলেট সীমান্তে তল্লাশি: ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানি জব্দ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় গত ১২ ও ১৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে।
বিভিন্ন বিওপির (কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার, তামাবিল) টহল দল রাতভর অভিযান চালিয়ে জব্দ করে জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস, হোয়াইটটোন ফেসওয়াশ, কাবেরী মেহেদী, কিটক্যাট, চিনি, সুপারি, কম্বল, গরু ও বাংলাদেশে পাচারের সময় পাওয়া শিং মাছ। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনকারী একটি নৌকাও আটক করা হয়েছে।
সেনাবাহিনীর সহায়তায় ব্যাটালিয়ন সদরের একটি টহল দল চিকনাগুল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও তিনটি গাড়ি জব্দ করে।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, “সীমান্ত সুরক্ষা ও মাদক-অস্ত্র পাচার রোধে বিজিবি সবসময় সতর্ক। চোরাচালান প্রতিরোধে অভিযান শক্ত করা হবে এবং জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান অব্যাহত থাকবে—বিজিবি জানিয়েছে সীমান্তে অস্থিতিশীলতার সকল প্রচেষ্টাকে কঠোরভাবে দমন করা হবে।





