গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মৎস্যজিবী দলের কর্মী সম্মেলন
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজিবী দল গোয়াইনঘাট উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে উপজেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক এর সভাপতিত্বে ও জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সদস্য মোহাম্মদ বদর উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম, জেলা মৎস্যজিবী সদস্য সচিব বাবুল আহমদ রাজা,মৎস্য বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দীন, যুগ্ম আহবায়ক আপতাব উদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা পূণরায় খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে মৎস্য সম্পদে ভরপুর ও সম্ভাবনাময়ী করে গড়ে তোলার আহ্বান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।





