সুনামগঞ্জে প্রতারণা ব্যবসা করা ৬ প্রতারককে গাইবান্ধা থেকে গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে খেল কেটে কোটি টাকার প্রতারণা করছিল একটি সংঘবদ্ধ চক্র — র্যাব তাদের শেষ পর্যন্ত ধরে ফেলেছে। গত ১১ নভেম্বর, রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শ্রীবর্দীপুর থেকে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা: মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯), মোছাঃ শাহানা পারভীন (৪৩), মো. মশিউর রহমান ওরফে মাসুক (৩০), মো. শফিউর রহমান (২৬), রিনা আক্তার (২০) ও নারগিস আক্তার (৩৪)। প্রত্যেকের বসত কিশোরগঞ্জ জেলার।
র্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩ সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন জানিয়েছেন — পাঁচ-ছয় মাস আগে এই চক্র সুনামগঞ্জে ভাড়া নেওয়া বাসায় এসে ‘ভুয়া ব্যবসা’ চালাতে শুরু করে। তারা ‘মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয়’ নামে আড়ত খুলে প্রথমে কম দামে পণ্য দিয়ে ব্যবসায়ীদের আস্থা অর্জন করে। আস্থার সুযোগ নিয়ে তারা বড় চালান আনার কথা বলে পেঁয়াজ-রসুন-আলুর অগ্রিম হিসেবে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকারও বেশি নগদ গ্রহণ করে ফেলে।
অর্থ আত্মসাৎ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে চক্রটি তাদের প্রতিষ্ঠান তালাবদ্ধ করে, মোবাইল ফোন বন্ধ করে এবং সুনামগঞ্জ থেকে চমকে পালিয়ে যায়। ভুক্তভোগীরা সদর মডেল থানায় প্রতারণার মামলা (মামলা নং-১৭/২৭০) করেন। ঘটনার পর র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং গাইবান্ধার র্যাব-১৩–এর সহযোগিতায় অভিযানে সফল হয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা আগেও একই কায়দায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের প্রতারিত করেছে। উদ্ধার হওয়া তথ্য ও জব্দ মোবাইল বিশ্লেষণে তাদের অপরাধজাল নির্মলিত হয়েছে বলে র্যাব জানায়।
গ্রেফতারদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব বলেছে—দেশে আইন-শৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।





