ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে আজমিরীগঞ্জে শিক্ষক কারাগারে
আজমিরীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শম্ভু দেবনাথ এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছাত্রীদের উপর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকার মানুষকে শক এবং ক্ষোভের মধ্যে ফেলে দিয়েছে।
স্থানীয়রা জানান, ১২ নভেম্বর শিক্ষককে তার বাড়িতে প্রায় ৮ ঘণ্টা অবরুদ্ধ রাখে তারা, যাতে তিনি দোষ স্বীকার করেন। পরে পুলিশ খবর পেয়ে রাত ৯টায় তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নেয়।
এরপর ১৩ নভেম্বর চতুর্থ শ্রেণীর এক ছাত্রী রুমান্নার অভিভাবক ইমদাদুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, শিক্ষক দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষে পাঠদানের সময় ছাত্রীদের ভয় দেখানো ও শ্লীলতাহানি করতেন। ভুক্তভোগী ছাত্রী রুমান্না তার অভিভাবককে বিষয়টি জানালে পরবর্তীতে স্কুলে গিয়ে অভিযোগ নিশ্চিত হয়। অন্যান্য শিক্ষার্থীর কথাও মিল পাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ শিক্ষককে গ্রেফতার করে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসিবুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তারা শীঘ্রই অভিভাবকদের নিয়ে মিটিং আয়োজন করবে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করবে।
প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার রফিকুল ইসলাম বলেন, শিক্ষক শ্লীলতাহানির ঘটনা শুনে তদন্ত চালানো হয়েছে এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার।”
এ ঘটনায় এলাকাবাসী সতর্ক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।





