জৈন্তাপুর ও কানাইঘাটে ভারতীয় মদসহ অবৈধ মালামাল আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ
বর্ডার গার্ড বাংলাদেশ (১৯ বিজিবি) জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে টানা অভিযানে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার চোরাইপণ্য আটক করেছে। মদ থেকে শুরু করে গরু–সুপারি—সবই এসেছে মালিকবিহীন অবস্থায়।
১৩ নভেম্বর রাত। গোপন খবর পেয়ে জৈন্তাপুর বিওপির বিশেষ টহল দল টিপ্রাখোলা এলাকায় ঝটিকা অভিযান চালায়। সীমান্ত থেকে ৯০০ গজ ভেতরে ফেলে যাওয়া ১২০ বোতল বিদেশি মদ উদ্ধার করে তারা। বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
এরপর ১৪ নভেম্বর আবার অভিযান। জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির যৌথ টহল দল সীমান্তঘেঁষা এলাকায় খুঁজে পায় দুইটি ভারতীয় গরু, ২০০ কেজি সুপারি এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা। এসবের মূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা। সব মিলিয়ে দুই অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের চোরাইপণ্য জব্দ।
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি জানান, চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও বেগবান করা হয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য পণ্য কাস্টমসে জমা দেওয়া হচ্ছে।
“সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান চলতেই থাকবে”—যোগ করেন তিনি।





