হাওর বাসীর উন্নয়নই আমার রাজনীতির কেন্দ্রবিন্দু:আনিসুল হক
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদল জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর- জামালগঞ্জ- ধর্মপাশা- মধ্যনগর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ¦ আনিসুল হক ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার বালিয়াঘাট বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উঠান বৈঠক করেন।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট বাজারে ‘ধানের শীষ’ প্রতীককে বিজয় নিশ্চিত করতে ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির নেতাদের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তবে কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও বিএনপি’র ধানের শীষ মনোনিত প্রার্থী আলহাজ¦ আনিসুল হক বলেন, হাওরবাসীর উন্নয়নই আমার রাজনীতির কেন্দ্রবিন্দু,অতীতের ধারাবাহিকতায় আগামী দিনেও আপনাদের সঙ্গে নিয়ে সুনামগঞ্জ-১ আসনকে একটি আধুনিক ও উন্নত এলাকায় রূপান্তর করবো। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার হাতে আমানত হিসেবে ধানের শীষ তুলে দিয়েছেন এ আমানত রক্ষায় আমার সাথে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। সকল মতভেদ ভুলে ধানের শীষ প্রতিককে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
এসময় যুবদল, ছাত্রদল, স্বোচ্ছাসেবকদল, নারী নেতৃবৃন্দ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।





