গোয়াইনঘাটে হাকিম চৌধুরীর সমর্থনে স্লোগান আর উচ্ছ্বাসে জনতার ঢল
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ণ
গোয়াইনঘাট উপজেলা সদরে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় যেন উৎসব নেমে এসেছিল। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সিলেট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত গণমিছিলটি মুহূর্তেই রূপ নেয় জনতার মহাসমুদ্রে।
হাজারো মানুষের কণ্ঠ, স্লোগান আর উচ্ছ্বাসে পুরো উপজেলা সদর যেন কেঁপে উঠেছিল।
সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে মিছিলটি। পথজুড়ে ছিল মানুষের ঢল—মুরব্বি, ব্যবসায়ী, আলেম-উলামা, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ তরুণ-যুবক—সবাই যেন এক স্রোতে মিশে গিয়েছিল। হাকিম চৌধুরীর প্রতি মানুষের আস্থা, ভালোবাসা আর প্রত্যাশা ছড়িয়ে পড়ছিল ঝড়ের বেগে।
মিছিলটি গুরুত্বপূর্ণ সব পয়েন্ট প্রদক্ষিণ করে সবজি বাজার সংলগ্ন স্থানে এসে পরিণত হয় বিশাল জনসভায়। কেউ হাতে ব্যানার, কেউ পোস্টার—আর স্লোগানে মুখর ছিল প্রতিটি মুখ। যেন সারা গোয়াইনঘাট এক সুরে উচ্চারণ করছিল—“এই মাটির সন্তানকেই আমরা চাই।”
লেংগুড়া ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি কমর উদ্দিনের সভাপতিত্বে এবং ইউপি সদস্য এবাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আবেগভরা কণ্ঠে বলেন—“জননেতা হাকিম চৌধুরী গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের মানুষের দুঃখ-সুখের সাথী। সংকটে, দুর্দিনে, বিপদে-আপদে তিনি মানুষকে কখনো একা ফেলে যাননি। এই জনপদের রক্ত-মাটির সম্পর্ক তার সঙ্গে। তাই মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে তার পাশে দাঁড়িয়েছে।”
বক্তারা আরও বলেন,“এ আসনে এখনো কাউকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়নি। তাই বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তৃণমূলের দাবি আজ স্পষ্ট—এই অঞ্চলের প্রিয় মুখ আব্দুল হাকিম চৌধুরীকে মনোনয়ন দিতে হবে। ইনশাআল্লাহ, সুখবর খুব কাছেই।”
গণমিছিল শেষে রাত অনেকটা গড়িয়ে গেলেও মানুষের উচ্ছ্বাস কমেনি। হাজারো মুখে একটাই কথা—“এই অঞ্চলের মানুষের আশা-ভরসা হাকিম চৌধুরী। তিনি হলেন আমাদের নিজের মানুষ—আমাদের জননেতা।”





