সুনামগঞ্জ–৫ আসনে গণফোরাম থেকে লড়বেন জাহাঙ্গীর
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণফোরাম ১২০টি আসনে তাদের দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে গণফোরামের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও গবেষক টি এইচ এম জাহাঙ্গীর।
টি এইচ এম জাহাঙ্গীর একাধারে সাংবাদিক, লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও সামাজিক সংগঠক হিসেবে তিন দশক ধরে সক্রিয়। তিনি সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ নিয়ে দীর্ঘমেয়াদি গবেষণার জন্য পরিচিত। তাঁর রচিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ১৯টি। তিনি প্রতিষ্ঠা করেছেন সিলেট রত্ন ফাউন্ডেশন, যা গুণীজনদের স্বীকৃতি ও গবেষণা কার্যক্রমের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত। সিলেটের বিশিষ্ট ব্যক্তিরা তাকে সম্মানসূচক “সিলেট রত্ন” উপাধিতে ভূষিত করেছেন।
শৈশব ও কৈশোরে ছাতকে ছাত্র ইউনিয়ন এবং পরে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন জাহাঙ্গীর। পরবর্তীতে তিনি যুব গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য হন। বর্তমানে তিনি গণফোরাম কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিগত কয়েক বছর ধরে তিনি সুনামগঞ্জ–৫ আসনের উন্নয়ন সম্ভাবনা নিয়ে কাজ করছেন। তাঁর প্রস্তাবিত ১১ দফা উন্নয়ন পরিকল্পনায় শিক্ষা, সড়ক–যোগাযোগ, নদীশাসন, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতের উন্নয়ন অগ্রাধিকার পেয়েছে।
টি এইচ এম জাহাঙ্গীর ১৯৭৬ সালের ২০ জুলাই সুনামগঞ্জের ছাতক উপজেলার চেচান গ্রামে জন্মগ্রহণ করেন। পেশাগত কারণে তিনি দীর্ঘদিন ঢাকায় বসবাস করলেও নিজের জন্মভূমির উন্নয়নকে লক্ষ্য করেই কাজ করে আসছেন।





