ছাতকে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সমাবেশ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুর্নবিবেচনার দাবিতে ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর সমর্থনে ছাতক ও দোয়ারাবাজর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের সাধারন ভোটারদের নিয়ে ধানের শীষ’ প্রতীকের পক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট চত্বরে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় মনোনয়ন পূর্নবিবেচনার দাবি জানিয়েছে হাজার হাজার নেতা-কর্মী।
বিএনপির ওই সমাবেশে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন। সমাবেশের পূর্বে কর্মী-সমর্থকদের মিছিলের স্লোগান ছিলো ‘দূর্দিনের মিজান ভাই, আমরা তোমায় ভুলি নাই।
সমাবেশে মিজানুর রহমান চৌধুরী বলেন, আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার কথা বলতে এসেছি, ধানের শীষের পক্ষে কথা বলতে এসেছি। আমি ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলাম। এবার দল আমাকে প্রাথমিক ভাবে মনোনয়ন বঞ্চিত করেছে, আমার বিশ্বাস দল আমাকে পুন্যমূল্যায়ন করবে, কারণ এই অঞ্চলের সাধারন জনগণ আমার সাথে আছে। তিনি সকলকে বিএনপি’র দলীয় মনোনয়ন চুড়ান্ত ঘোষনার আগ পর্যন্ত সকলকে ধৈর্য় ধারন করতে বলেন।
উপজেলা বিএপি’র আহবায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদের পরিচালনা করেন।
উক্ত সমাবেশে উক্ত সমাবেশের আগে ছাতক উপজেলা, পৌরসভা ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্য অঙ্গ সংগঠেনের নেতা-কর্মীদের মিছিল করে উক্ত সমাবেশে যোগদান করেন।
এসময় জনগণের চাপে সিলেট,সুনামগঞ্জ ও ছাতক রোডে প্রায় দুই ঘন্টা যানজটের সৃষ্টি হয়।





