নাশকতার পরিকল্পনা, বাহুবলে বৈঠক থেকে ৫ যুবলীগ কর্মী গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী যুবলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পুটিজুরী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে সময়ের আলোকে নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম।
আটক পাঁচজন হলেন- পুটিজুরী চকমন্ডল কাপন এলাকার শুকুর মিয়ার ছেলে শওকত আলী (২৭), লিয়াকত আলী (৩৩), মতিন মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৮), পানিউমদা এলাকার মন্নান মিয়ার ছেলে তোফায়েল আহমদ (২১) এবং কালনী নোয়াবাদ এলাকার মেহের আলীর ছেলে নজরুল ইসলাম (২৪)।
এসআই মনজুরুল ইসলাম জানান, গ্রেফতার সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সক্রিয় নেতা কর্মী। শনিবার দিবাগত রাতে তারা পুটিজুরী এলাকায় মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ইউপি সদস্য জসিম মিয়ার নেতৃত্বে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করে। এসময় জসিম মিয়াসহ অন্যরা পালিয়ে যায়।
পরে থানার এসআই সৌরভ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।





