কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মরদেহ গ্রামের বাড়ি আসছে মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
সকল আনুষ্ঠানিকতা শেষে দেশে আসছে সিলেটের প্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ। তাঁর ছোট ভাই দিবাকর দাস ধ্রুব রোববার ফেসবুকে জানান, দ্বীপের মরদেহ আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) দেশে ফিরছে। তবে সরাসরি সিলেটে নয়; ঢাকার মাধ্যমে হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়ি (মন্ডল কাপন) গ্রামের বাড়িতে নেওয়া হবে।
ধ্রুব লিখেছেন: “আমার ভাই দীপংকর দাশ দ্বীপ আগামী মঙ্গলবার দুপুরে আমাদের গ্রামের বাড়ি পুটিজুড়ি পৌঁছবে। ভাই ফিরছে, কিন্তু আর জীবনের পথে নয়… চিরঘুমের নীরবতায়।”
এর আগে মাত্র এক মাস আগে উচ্চ শিক্ষার আশায় মালয়েশিয়ায় যাত্রা করেছিলেন দ্বীপ। কিন্তু মাস শেষ না হতেই ১২ নভেম্বর ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে তিনি মারা যান। সিলেটের গোপালটিলাতে বসবাস করা পরিবারটির মূল বাড়ি হলো হবিগঞ্জ, বাহুবল, পুটিজুড়ি। দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন দ্বীপ।
দ্বীপের আকস্মিক প্রস্থানের খবরে সিলেটজুড়ে শোকের ছায়া নেমেছে। বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ—সবাই মিলেমিশে তাঁকে স্মরণ করছেন, আফসোস করছেন এই হারানোর জন্য।
পরিবারের তথ্যমতে, মালয়েশিয়ায় কুয়ালালামপুরে রাতে বুকে ব্যথা অনুভব করার পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় দ্বীপকে। সেখানে ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি চিরশান্তিতে মিলিত হন।
দীপ ফেসবুকে পারিবারিক ও দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তকে হাস্যরসাত্মক ভিডিওর মাধ্যমে তুলে ধরতেন। তাঁর সেই হাসি, মজা, পরিবারের সঙ্গে মিশ্রিত সৃজনশীলতা—আজ সেসব সব চিরতরে থেমে গেছে। তবে তাঁর স্মৃতি, তাঁর হাসি এবং সৃষ্টিশীলতা চিরদিন মানুষের মনে জীবন্ত থাকবে।





