সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানের মনোনয়নের দাবিতে গণ-মিছিল
সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে জামালগঞ্জে বিশাল গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাচনা বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ মিছিলে অংশ নেন হাজারো নেতা–কর্মী ও এলাকাবাসী।
মিছিলটি সাচনা বাজার প্রদক্ষিণ শেষে পথসভায় বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক ছবর আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বিগত সতেরো বছর জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে আমরা আন্দোলন করে আসছি। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি হাওরাঞ্চলের সাধারণ জনগণ ও নারীদের কাছে পৌঁছে দিয়েছেন।”
বক্তারা আরও বলেন, “সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানের কোনো বিকল্প নেই। তাঁকে চূড়ান্ত মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।” তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
উল্লেখ্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান এবার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রাথমিক পর্যায়ে মনোনয়ন না পেলেও তাঁর সমর্থনে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ চূড়ান্ত মনোনয়নের দাবিতে মিছিল–সমাবেশ অব্যাহত রেখেছেন।





