শায়েস্তাগঞ্জ জংশনে চুরি-ছিনতাই বৃদ্ধি: নিরাপত্তাহীনতায় যাত্রীরা
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনে মহিলা পকেটমার চক্র ও মোবাইল চোরদের উৎপাত দিন দিন লাগামহীনভাবে বেড়েই চলেছে। সংঘবদ্ধ এই চক্রের হাতে প্রায় প্রতিদিনই ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন খোয়াচ্ছেন সাধারণ যাত্রীরা। তাদের এই বেপরোয়া কার্যকলাপে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
জানা যায়, সকাল, দুপুর কিংবা রাতের ভিড়ের সময়কে কাজে লাগিয়ে এই চক্র অত্যন্ত সুকৌশলে চুরি পথ বেছে নেয় । বিশেষ করে মহিলা সদস্যদের নিয়ে গঠিত এই সংঘবদ্ধ চক্র ভিড়ের সুযোগে যাত্রীদের ব্যক্তিগত মালামাল হাতিয়ে নিচ্ছে। অভিযোগ রয়েছে, বেশিরভাগ ভুক্তভোগী ঝামেলার ভয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন না, যার ফলে চোরেরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
স্টেশনের স্থানীয় এক ব্যবসায়ীর জানান, “চক্রের সদস্যরা পার্শ্ববর্তী উপজেলা থেকে আসে এবং শায়েস্তাগঞ্জেরই দু’একজন চোরের নির্দেশনায় তারা চুরি করে। বিশেষ করে কালনি এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছাড়ার ঠিক পূর্ব মুহূর্তের চরম ব্যস্ততাকে তারা টার্গেট করে মোবাইল ও মানিব্যাগ চুরি করে থাকে।”
স্থানীয় যাত্রী ও শায়েস্তাগঞ্জবাসীর অভিযোগ, এত গুরুত্বপূর্ণ একটি জংশনে নিরাপত্তা কর্মীর উপস্থিতি খুবই কম। অন্যদিকে, স্টেশনের অধিকাংশ সিসি ক্যামেরা দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকায় চোরদের শনাক্ত করা বা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চক্রের দৌরাত্ম্য রুখতে দ্রুত অকেজো সিসি ক্যামেরাগুলো মেরামত করা, স্টেশনে নিরাপত্তা জোরদার করা এবং এই সংঘবদ্ধ চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী সাধারণ ও শায়েস্তাগঞ্জের সচেতন মহল। সেই সাথে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে এই রেলওয়ে জংশনে যাত্রীদের জন্য একটি নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনবে, এমনটাই আশা করছেন শায়েস্তাগঞ্জবাসী





