কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মরদেহ নিয়ে পরিবারের নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৭:১৭ পূর্বাহ্ণ
সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ ফ্লাইটজনিত সমস্যার কারণে আজ মঙ্গলবার দেশে আসতে পারছে না। তার ছোট ভাই দিবাকর দাস ধ্রুব সোমবার রাতে ফেসবুকে জানিয়েছেন, ফ্লাইটের জটিলতার কারণে মরদেহ দেশে ফেরানোতে বিলম্ব হচ্ছে। তিনি উল্লেখ করেছেন, নতুন সময় ও তারিখ শিগগিরই জানানো হবে।
দ্বীপ মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকে ব্যথা অনুভব করলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চলতি বছরের ১১ অক্টোবর দ্বীপ উচ্চশিক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া গিয়েছিলেন।
দ্বীপের আকস্মিক মৃত্যুতে সিলেটে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমেছে। অনেকে তার মাকে সান্তনা দিতে টিলাগড়স্থ বাড়িতে গিয়ে সমবেদনা জানান।
পরিবার জানিয়েছে, মরদেহ দেশে এলে হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়ি (মন্ডল কাপন) নামক মূল বাড়িতে নিয়ে যাওয়া হবে, যেখানে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।
দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন, যার মধ্যে তার পরিবারের অন্যান্য সদস্যরাও অংশ নিতেন। এই ভিডিওগুলো তাকে জনসমক্ষে পরিচিতি এনে দিয়েছিল।





