সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ
সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি এবং সুরমা নদীসংলগ্ন স্থান থেকে প্রায় ১ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি–পিস ও কসমেটিকস জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও আটক করা হয়।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স অভিযানটি পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সরকারি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী। বিজিবির পক্ষ থেকে অংশ নেন জেসিও নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামসহ ১৯ জন সদস্য এবং পুলিশের ৪ সদস্যসহ মোট ২৪ জন।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১,২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি–পিস এবং ১৯৫ পিস কসমেটিকস জব্দ করা হয়। এসব পণ্যের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থলপথের পাশাপাশি নৌপথেও বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। জব্দ করা পণ্যসমূহ সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জের বিস্তীর্ণ সীমান্ত অঞ্চলে ১৯টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)–এর সদস্যরা দিন–রাত নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছেন। সীমান্ত নিরাপত্তা জোরদারে সংবাদকর্মীদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।





