জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে সাড়ে আট হাজার ঘনফুট বালু জব্দ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের অভিযানে সাড়ে আট হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত বালু গুলোকে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (২০শে নভেম্বর) বেলা ১২:০০ ঘটিকায় উপজেলার ৪ নং বাংলাবাজারে রাংপানি নদীর নিকটবর্তী বালু পাথর সাইটে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব।
এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী হতে অবৈধ পন্থায় বালু উত্তোলন করে বিভিন্ন সাইটে মজুদ করার প্রমান পায় প্রশাসন। এ সময় মজুদ করে রাখা সাড়ে আট হাজার ঘনফুট বালু জব্দ শেষে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এ সময় অভিযানে উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম অভিযানে অংশ নেয়।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব জানান,সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ও পরিবেশ ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।





