গোয়াইনঘাটে গভীর রাতে ঘরের তালা কেটে গরু চুরি
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে এক বাড়িতে গরু ঘরের তালা কেটে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে।পাঁচটি গরুর মধ্যে দুইটি গাভী একটি বাছুর ও দুইটি ষাড় গরু ছিল। এর মধ্যে তিনটি গরু পাওয়া যায়।
গতকাল বৃহস্পতিবার ২০ নভেম্বর রাত ৩টায় উপজেলার সদর ইউনিয়নের লাঠি গ্রামের আবুল কালামের বাড়িতে এই গরু চুরির ঘটনা ঘটে। জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে জানালে সকালে গোয়াইনঘাট থানার এসআই তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্বল হওয়া দুটি গাভী ও একটি বাছুর চুরেরা নিয়ে যেতে না পারায় পাশের লাবু নামক গ্রামে ফেলে যায়। সকালে গ্রামবাসী দেখে স্থানীয় মেম্বারকে জানান। স্হানীয় ময়ূর মেম্বার গরু গুলোকে গ্রামবাসীর সহায়তায় আটক করে জানতে পারেন গরুগুলো পাশের লাঠি গ্রামের আবুল কালামের।গুরু গুলো শারীরিকভাবে আঘাত প্রাপ্ত হওয়ায় আবুল কালামের আত্মীয়র হাতে তুলে দেন এবং ডাক্তার দেখানোর পরামর্শ দেন।
বাড়ির লোকজনের মাধ্যমে জানা যায়,বাড়িতে কোন পুরুষ না থাকায় গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের দরজায় হামলা করে আতঙ্ক সৃষ্টি করে এবং গরু ঘরের তালা কেটে ঘরে থাকা পাঁচটি গরু নিয়ে যায়। পরে ঘরের ভিতরে থাকা মহিলারা পরিবেশ একটু শান্ত হলে দরজা খুলে গরু ঘর দেখতে যান। তখন তারা দেখেন তালা কেটে ৫টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক তারা জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানান। এসআই তারিকুল ইসলাম প্রাথমিক তদন্ত শেষে থানায় একটি লিখিত অভিযোগ করার কথা বলেন।
এ বিষয়ে জানতে চাইলে,গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন,৯৯৯ নাইনে কল পেয়ে পুলিশ সরজমিনে গিয়েছে। এ বিষয়ে থানয় কোন লিখিত অভিযোগ দেয়নি।তবে ওই বাড়ির লোকজন সদ্য আল আমিন হত্যা মামলার আসামী। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





