তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশ হবে মডেল রাষ্ট্র : কামরুল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক কামরুজ্জামান কামরুল বলেছেন, আল্লাহ চাইলে, আগামীতে তারেক রহমান বাংলাদেশের প্রধানন্ত্রীর নির্বাচিত হলে এ দেশকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমে করা হবে। শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার মেইন রোডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যর তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, ওয়ান ইলেভেন সময়ে আমাদের নেত্রী খালেদা জিয়া নানামুখী নির্যাতন সহ্য করেছেন। অগ্নিচক্ষু উপেক্ষা করে দেশের স্বার্থে, জনগণের কথা ভেবে দেশ ছেড়ে কোথাও যাননি, কোনো আপোষ করেননি। গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া তাঁর এক ছেলেকে হারিয়েছেন। তাঁর আরেক ছেলে তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তবুও আমাদের নেত্রী আপোষ করেননি।
আগামী ত্রয়োদশ নির্বাচনকে লক্ষ্য করে কামরুল বলেন, জনগণই আমার শক্তি। তারা অতীতে আমার সঙ্গে ছিল, ভবিষ্যতেও আমার সঙ্গে থাকবে। এ জনশক্তিকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়কে সুনামগঞ্জ-১ আসনে নিশ্চিত করা হবে।
তাহিরপুর উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপিরের উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়। বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলী।





