জৈন্তাপুরে পিকনিকে আসা বাস থেকে ভারতীয় পন্যসহ আটক -১
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় চোরাইপন্য সহ একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যাক্তির নাম সাব্বির আহমেদ (২৪)। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ছালাভরা কুনকুনি গ্রামের আজাদ মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানায়, শুক্রবার (২১শে নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরে লামাপাড়া জামে মসজিদ সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযানে নামে পুলিশ।
এদিন রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জাফলং থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেলফি পরিবহন ( রেজি নং- ঢাকা মেট্রো -ব-১৫-৮১৯৯) এ তল্লাশী চালায়। এ সময় পুলিশের তল্লাশীতে ৩৫ পিস ভারতীয় কম্বল,২০ পেকেট জিরা ও ২০ পেকেট ভারতীয় বাবা জর্দা সহ পন্যের মালিক সাব্বিরকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির জাফলং বেড়াতে এসে ভারত থেকে অবৈধভাবে আসা এসব পন্য ক্রয় করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন।
পুলিশ জানায় আটককৃত পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা সমপরিমাণ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে সাব্বিরকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক সাব্বিরকে শনিবার সকালে পুলিশ পাহারায় আদালতে প্রেরণের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।




