হবিগঞ্জে সাত দিনে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ
হবিগঞ্জে পাচারের সময় গত এক সপ্তাহে প্রায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ বিজিবি-৫৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
তিনি জানান, গত শনিবার থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় বালু ও পাথরবোঝাই ৫টি ট্রাক আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বালু ও পাথরের নিচে বিশেষ কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা, শাড়ি ও কসমেটিক্সসামগ্রী জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উন্নত প্রযুক্তি ও আধুনিক ডিভাইস ব্যবহার করে বিজিবি পাচারকারীদের শনাক্ত করতে সক্ষম হয়েছে। চলতি মাসে বিভিন্ন অভিযানে জেলায় প্রায় ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ এবং এসব ঘটনায় জড়িত ৩৭ জনকে আটক করা হয়েছে।
জব্দকৃত পণ্যগুলো কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।





