সিলেটে গুলিসহ দুটি বিদেশি অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ঝোপঝাড়ের ভেতর থেকে গুলিসহ দুটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র্যাব। শুক্রবার (২২ নভেম্বর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রনকেলি নুরুপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানায়, ওই স্থানে পরিত্যক্ত অবস্থায় দুটি সচল বিদেশি এয়ারগান ও ৬০ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। পরে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে অস্ত্র ও গুলিগুলো গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, গত ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে সংস্থাটি ২৫টি দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক এবং ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।





