হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ, কাটিহারা, ভাদিকারা, কালাউক সড়ক বাজারসহ বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এদিকে আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
আহতরা হলেন বামৈ গ্রামের মৃত মাস্টার মিয়ার ছেলে নাজিল মিয়া (৫০), মহিনুল (৮), শম্ভু সরকারের ছেলে সাগর সরকার (২৩), কানন সরকারের স্ত্রী শেফালী সরকার (২২), তামিম চৌধুরী (৭), হাবিবুর রহমান (৫৫), মারিয়া আক্তার (১৫), মাহিনুর (৮), মারজুল (৭)। এছাড়া আহত অন্যান্যদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় লোকজনসহ আহতরা জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটা পাগলা কুকুর ২০ জনকে কামড়িয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মেহেদি হাসান সুমন নামে স্থানীয় এক ব্যাবসায়ী বলেন, আমার দোকান কর্মচারী কুকুরের কামড়ে আহত হয়েছে। ভাদিকারা গ্রামের উবাইদুল ইসলাম টেনু নামে একজন বলেন, আমাদের গ্রামের একজন কুকুরের কামড়ে আহত হয়েছে। সোহান নামে আরেকজন বলেন, আমার ভাতিজা স্কুলে যাচ্ছিল হঠাৎ তাকে পাগলা কুকুর আক্রমণ করে।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার অজিত চন্দ্র দেবনাথ ও প্রধান সহকারী সুজিত চন্দ্র পাল জানান, আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসার পথে আমাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে আক্রমণ করলে অল্পের জন্য রক্ষা পেয়েছি।
এ বিষয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিক্যাল অফিসার ডা. সাইদুল ইসলাম শাকিল বলেন, কুকুরের কামড়ে আহত ৯ জনকে হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে চারজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





