মৌলভীবাজারে সৎ বাবার নির্যাতনে শিশুর মৃত্যু, আসামি গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
মৌলভীবাজারে সৎ বাবার নির্যাতনে রাকিব (৩) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি আবাস মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) রাতে সদর থানার একটি বিশেষ দল সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে আটক করে।
মামলার এজাহারে বলা হয়েছে, আবাস মিয়া প্রায়ই শিশুটির মাকে টাকা দাবি করতেন এবং টাকা না দিলে হুমকি দিতেন। ১৭ নভেম্বর রাতে রাকিবের মা আকলিমা বেগম কর্মস্থলে গেলে তিনি সুযোগ পেয়ে শিশুটিকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় রাকিবকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১১টা ৪০ মিনিটে শিশুটি মারা যায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, “ঘটনার পর বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আবাস মিয়াকে আজ আদালতে পাঠানো হবে।”





