জৈন্তাপুরে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকসসহ ট্রাক আটক: গ্রেপ্তার ১
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
জৈন্তাপুরে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকসসহ ট্রাক আটক: গ্রেপ্তার ১
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ একটি ট্রাক আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। অভিযানে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় দেড় কোটি টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে (২৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার চাংগিল এলাকায় অভিযান পরিচালনা করে। ভোর ৩টা ৩০ মিনিটে একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। পরে টহল দল ধাওয়া করে ভোর ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়ক থেকে ট্রাকসহ চালককে আটক করতে সক্ষম হয়।
ট্রাকে লুকানো ছিল বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস
ট্রাকটি তল্লাশির সময় পন্ডস ফেসওয়াশ, নেভিয়া সফট ক্রিম, গার্নিয়ার ব্রাইট ফেসওয়াশ, মেহেদী, ক্লোপ জি ক্রিম, মেলনোর ক্রিমসহ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। ট্রাক ও কসমেটিকস মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট সিজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
একই দিনে আরও পণ্য জব্দ এ ছাড়াও সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপির পৃথক টহল দল উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৮টি ভারতীয় গরু, ১৪০ বিড়া পান ও ২৪০ কেজি সুপারি জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য ৬ লাখ ২৯ হাজার টাকা।
সব মিলিয়ে চলমান অভিযানে মোট ১ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ১৫০ টাকার চোরাচালানি মালামাল আটক হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। আটক আসামি, কসমেটিকস ও ট্রাক আইনগত প্রক্রিয়া অনুসারে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে জব্দকৃত গরু, পান ও সুপারি কাস্টমসের মাধ্যমে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্ত সুরক্ষা ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে জকিগঞ্জ ব্যাটালিয়নের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





