সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী নুরুলের নারী সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ প্রচার এবং ধানের শীষের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালাকান্দা বাজারে লিফলেট বিতরণ ও নারী সমাবেশ করেছে দলটি।
রোববার দুপুরে সুনামগঞ্জ–৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশ নেন। পরে বালাকান্দা বাজারে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাজুল মিয়া এবং সঞ্চালনা করেন মানিক মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং মনোনয়নপ্রত্যাশী এডভোকেট নুরুল ইসলাম নুরুল।
তিনি বলেন, ‘ছাত্রদল থেকে রাজনীতিতে আমার পথচলা। স্বৈরাচারী সরকারের সময়ে মিথ্যা মামলা, হামলা ও গ্রেপ্তারসহ নানা বাধা সত্ত্বেও মাঠে থেকেছি। তৃণমূলে আস্থা রয়েছে বলেই ধানের শীষের পক্ষে সাড়া পাওয়া যাচ্ছে।’ তিনি আরও আশা প্রকাশ করেন যে দল তার আন্দোলন-সংগ্রামের ভূমিকা বিবেচনায় নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে তাঁকে মনোনয়ন দেবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, এডভোকেট শেরেনুর আলী, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুহেল মিয়াসহ অন্যান্য নেতারা। জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





