লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে জামাল উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার রাতের এ ঘটনাটি রোববার সকালে জানাজানি হয়। পরে পুলিশ বাংলাদেশের অভ্যন্তর থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত জামাল উদ্দিন কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে। স্থানীয়দের দাবি, ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া সম্প্রদায়ের সদস্যদের ছোড়া গুলিতেই তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, কাজের সন্ধানে শনিবার সকালে বাড়ি থেকে বের হলেও জামাল উদ্দিন আর ফেরেননি। রাতে বিজিবির টহল দল সীমান্তসংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘রাতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ভোরে থানায় আনা হয়।’
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, লোভাছড়া সীমান্ত এলাকায় খাসিয়াদের গুলিতে বাংলাদেশিদের হতাহতের ঘটনা মাঝে মধ্যেই ঘটে, যা সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।





