হবিগঞ্জে মনোনয়ন বঞ্চিত শাম্মী আক্তারের মন্তব্যে ক্ষোভ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ার পর কেন্দ্রীয় বিএনপি নেত্রী শাম্মী আক্তারের সাম্প্রতিক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট নিয়ে জেলা ও উপজেলা বিএনপির ভেতরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ বলছে, এসব মন্তব্যে দলীয় ঘরে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মাঠের প্রচারণাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
দলীয় সূত্র জানায়, শাম্মী আক্তার এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মূল্যায়ন শেষে মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে। মনোনয়ন ঘোষণার পর শাম্মী আক্তারের কয়েকটি ফেসবুক পোস্টে অসন্তোষ প্রকাশ পায়—যা দ্রুতই নেতাকর্মীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, “দল যাকে মনোনয়ন দিয়েছে, তা মেনে নেওয়া সবার সাংগঠনিক দায়িত্ব। সাম্প্রতিক মন্তব্যগুলো মাঠের প্রচারণায় প্রভাব ফেলতে পারে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, প্রকাশ্যে দলীয় সিদ্ধান্ত নিয়ে এমন মন্তব্য বিভ্রান্তি ছড়াতে পারে। তিনি বিষয়টি সাংগঠনিকভাবে পর্যালোচনার কথা বলেন।
চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু নাঈম মো. হালিম জানান, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী সবাই মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছেন। তাঁর ভাষায়, “এমন সময়ে বিভ্রান্তিকর মন্তব্য পরিস্থিতিকে অযথা জটিল করতে পারে।”
এ নিয়ে শাম্মী আক্তারের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।





