হবিগঞ্জে বাঁধ নির্মাণ নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে পৈলারকান্দি গ্রামের কাছে সড়কের ধারেই তাঁকে কুপিয়ে জখম করা হয়। রবিবার ভোরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত কৃষকের নাম মাহফুজ মিয়া (৪০)। তিনি পৈলারকান্দি গ্রামের লিবাজ মিয়ার ছেলে।
পুলিশ এবং স্থানীয়দের সূত্রে জানা যায়, গ্রামের হাওরে বাঁধ নির্মাণ নিয়ে মাহফুজ মিয়ার সঙ্গে প্রতিবেশী কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে বসন্তপুর–পৈলারকান্দি সড়কের ড্রেন-কালভার্টের সামনে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, প্রাথমিকভাবে জমিসংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।





