সিলেটে দুদকের গণশুনানি,অভিযোগ ৭৩টি,কর্মচারী সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
সিলেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে রবিবার। সকাল ১০টা থেকে রিকাবিবাজারের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত এই শুনানিতে মোট ৭৩টি অভিযোগ তুলে ধরা হয় এবং প্রতিটি বিষয়ে শুনানি নেওয়া হয়।
গণশুনানিতে শোনা উল্লেখযোগ্য অভিযোগগুলোর একটি ছিল—ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযোগকারী বিশ্বজিৎ দাস জানান, হাসপাতালের লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য ওই কর্মচারী তাঁর কাছ থেকে ২ লাখ টাকা নিলেও চাকরি দেননি এবং টাকাও ফেরত দেননি। অভিযোগ শোনার পর দুদক চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে ওই কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
শুনানিতে আরও বেশ কিছু অনিয়মের অভিযোগ ওঠে—হাসপাতালে অতিরিক্ত টিকিট মূল্য আদায়, টাকা ছাড়া শয্যা না দেওয়া, পাসপোর্ট অফিসে ঘুষ লেনদেন, কম্পোজের দোকানে অবৈধ আদায়, জালালাবাদ গ্যাসের সংযোগে অনিয়মসহ বিভিন্ন ইস্যু। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
গণশুনানি শেষে দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা অভিযান চালাচ্ছি, এবং এর ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দুদকে অনেক তথ্য চাপা পড়ে যায়, কিন্তু গণমাধ্যম তা করে না। তাই গণমাধ্যমকে আমরা সব সময়ই গুরুত্ব দিই।’
গণশুনানির আগে চেয়ারম্যান দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা–উন–নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মু. মাসুদ রানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।





