সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৯০ লক্ষ টাকার চোরাচালানী পণ্য জব্দ
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র গোপন সংবাদের ভিত্তিতে সিলেট, সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৯০ লক্ষ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে।
অভিযানটি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী অঞ্চল—সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, কালাইরাগ, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত হয়। এ সময় অভিযানে ভারত থেকে চোরাপথে আনা বিপুল পরিমাণ পেঁয়াজ, শাড়ি, স্কিন সানরাইজ ক্রিম, মেলনর ক্রিম, পন্ডস বিউটি ফেসওয়াস, বডি স্প্রে, চিনি, শীতের কম্বল, জিরা, পান, চকলেট, সনপাপড়ি এবং বাংলাদেশ থেকে পাচারের সময় জব্দকৃত রসুন, শিং মাছ এবং বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ নৌকা আটক করা হয়।
এ বিষয়ে ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, জব্দকৃত মালামালের ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





