মাধবপুরে তারুণ্যের উৎসবে প্রধান অতিথি নিয়ে বিতর্ক
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ১:২৩ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আয়োজিত “তারুণ্যের উৎসব ২০২৫” অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং স্থানীয় একটি কলেজের অধ্যক্ষ মোহন মিয়াকে প্রধান অতিথি করা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা–সমালোচনা দেখা দিয়েছে। রবিবার সকালে উপজেলার চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের হলরুমে শিক্ষার্থীদের আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধির অংশ হিসেবে এ আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান। পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা হামিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য দেন মোহন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপশাখা ইনচার্জ নাজমুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য ছায়েদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেবসহ অন্যরা।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ—একজন কলেজ অধ্যক্ষ হিসেবে অনুষ্ঠানে অংশ নেওয়া স্বাভাবিক হলেও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যদি কোনো প্রভাব বিস্তার বা অনিয়ম হয়ে থাকে, তা তদন্ত হওয়া উচিত। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ভূমিকা সব সময়ই ক্ষতিকর প্রভাব ফেলে।
স্থানীয়দের একাংশ অভিযোগ করছে—অতীতে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সময় সাবেক মন্ত্রী মাহবুব আলী ও দলীয় আরেক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠতার কারণে মোহন মিয়ার বিরুদ্ধে কলেজ পরিচালনায় জালিয়াতি, দোকানভাড়া ও সিকিউরিটি টাকার হিসাব গায়েব হওয়া, এমনকি বিভিন্ন অনুষ্ঠানে প্রটোকল জটিলতার মতো অভিযোগ উঠেছিল। সাম্প্রতিক বিতর্কে পুরোনো অভিযোগগুলো আবার সামনে এসেছে।
আওয়ামী লীগের ভেতরের কয়েকজনও নাম প্রকাশ না করার শর্তে বলছেন—“দল করতে গিয়ে অনেকে নানা ঝামেলায় পড়লেও মোহন মিয়ার ক্ষেত্রে তেমন কিছু দেখা যায় না। সবাইকে সঙ্গে রেখে চলার কারণে হয়তো তিনি সুবিধাজনক অবস্থায় থাকেন।”
শিক্ষামন্ত্রকের বিধিতে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনৈতিক পদে থাকা নিষিদ্ধ। স্থানীয়দের প্রশ্ন—এই নিয়ম সবার ক্ষেত্রে সমানভাবে মানা হচ্ছে কি?
উপজেলা বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব অত্যন্ত দুঃখজনক। যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে থাকেন, আইনগত ব্যবস্থা হওয়া উচিত।”
অভিযোগ বিষয়ে মোহন মিয়া বলেন, “আমি রাজনীতি করি, করবও। কারও ক্ষতি করি না। আমার বিরুদ্ধে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলছে।”
আইএফআইসি ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, “প্রধান অতিথির রাজনৈতিক পদ সম্পর্কে আগে জানতাম না। কেউ সতর্কও করেনি। ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকব।”





