সিলেটে পিকআপভর্তি ভারতীয় আলু জব্দ, পালালেন চালক–হেলপার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ
সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে কোতোয়ালী থানার শাহী ঈদগাহ এলাকা থেকে পিকআপভর্তি বিপুল পরিমাণ ভারতীয় নতুন আলু জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান গাড়ির চালক, হেলপারসহ সন্দেহভাজন আরও দু–তিনজন।
রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে মহানগর ডিবি পুলিশ শাহী ঈদগাহ লাল গেট এলাকার গাজী মেডিকেল হলের সামনে তল্লাশি চালায়। এ সময় একটি মাহিন্দ্র পিকআপ থামানোর সংকেত দিলে গাড়িটি দাঁড়ালেও সঙ্গে সঙ্গে পালিয়ে যান গাড়িতে থাকা ব্যক্তিরা।
পরে পিকআপটি তল্লাশি করে ৪১ বস্তা ভারতীয় অবৈধ আলু পাওয়া যায়। প্রতিটি বস্তায় ৫৫ কেজি করে মোট ২ হাজার ২৫৫ কেজি আলুর বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। জব্দ করা হয়েছে সাদা রঙের মাহিন্দ্র পিকআপটিও, যার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘চালক ও হেলপারসহ অজ্ঞাতনামা দুই–তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। অবৈধ পণ্য ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।’





