হবিগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ১:৪২ অপরাহ্ণ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাহফুজ মিয়া হত্যা মামলার প্রধান আসামি মারুফ তালুকদারকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) শায়েস্তাগঞ্জ ক্যাম্প। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আটক করা হয়।
রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকা থেকে মারুফকে গ্রেপ্তার করে র্যাব। তিনি বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, হাওরে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে মারুফ, ইয়াহিয়া ও আরও কয়েকজনের সঙ্গে নিহত মাহফুজের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শনিবার গভীর রাতে পৈলারকান্দি বসন্তপুর কালভার্টের কাছাকাছি মাহফুজের ওপর হামলার ঘটনা ঘটে, যাতে তার মৃত্যু হয়।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নতুনব্রিজ এলাকায় অবস্থান নেয়। পালাতে গেলে মারুফকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।





