সবার হাত ধরে উন্নয়নের স্বপ্ন বুনছেন মুক্তাদির
লিমন তালুকদার
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ
সিলেট–১ আসনের মানুষকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের পথচলা সাজাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি শুধু ভোট চাইছেন না—শুনছেন, আলোচনা করছেন, মানুষের কষ্ট–স্বপ্ন–অপেক্ষাকে গ্রহণ করছেন নিজের দায়িত্ব হিসেবে। দলীয় গণ্ডির বাইরে গিয়ে সাধারণ নাগরিক থেকে সমাজের বিশিষ্টজন—সবার মতামতকে মূল্য দিচ্ছেন তিনি।
প্রচারণার মাঝেই প্রতিটি ওয়ার্ডে গড়ে উঠেছে নাগরিক কমিটি। পেশাজীবী, ব্যবসায়ী, প্রতিনিধিত্বশীল ব্যক্তি—যাঁরা এলাকার মানুষের কথা জানেন, জানেন ভবিষ্যতের আশা–আকাঙ্ক্ষা—তাঁদের নিয়ে সাজানো হচ্ছে উন্নয়ন পরিকল্পনা। মুক্তাদিরের প্রতিশ্রুতি, নির্বাচিত হলে এই কমিটিগুলোর সঙ্গে নিয়মিত পরামর্শ করেই এগোবে প্রতিটি উন্নয়ন প্রকল্প।
গত দুদিনে টানা প্রচারণায় নগরীর বিভিন্ন এলাকায় দেখা গেছে এক অন্য রকম দৃশ্য—কেউ হাত বাড়িয়ে দিচ্ছেন, কেউ এগিয়ে এসে কথা বলছেন, কেউ আবার নিঃশব্দে পাশে দাঁড়াচ্ছেন। যেন মানুষ শুধু একজন প্রার্থীকে দেখছে না, দেখছে ভবিষ্যতের সম্ভাবনা।
শনিবার সন্ধ্যায় ৩৭ নম্বর ওয়ার্ডের ডলিয়া এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় ঘটে আবেগঘন এক মুহূর্ত। সভা চলাকালেই আশি–ঊর্ধ্ব এক বৃদ্ধা ধীরে ধীরে উঠে এসে মুক্তাদিরের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। উপস্থিত সবাই তখন থমকে দাঁড়িয়ে ছিলেন—মুহূর্তটি হয়ে ওঠে নিখাদ মানবিকতার প্রতিচ্ছবি।
রোববার সুবিদবাজার ও রিকাবীবাজারে গণসংযোগে মুক্তাদিরকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। কেউ লিফলেট নিচ্ছেন, কেউ হাসিমুখে কথা বলছেন, আবার কেউ নিজের সমস্যার কথা বলতেই ভিড় ঠেলে সামনে চলে আসছেন। পথের ধারে বসেই ব্যবসায়ী, পথচারী, শ্রমজীবীদের কথা মন দিয়ে শুনেছেন তিনি।
গণসংযোগে সঙ্গে ছিলেন জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা, ব্যবসায়ী প্রতিনিধিরা এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। উপস্থিত সবার অভিমত—নেতা হিসেবে নয়, কাছের মানুষ হিসেবে ভোটারদের সঙ্গে যে আন্তরিকতা নিয়ে তিনি কথা বলছেন, সেটাই তাঁকে আরও আপন করে তুলছে।





