জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে সোমবার ২৪শে নভেম্বর বিকেল ৫:০০ ঘটিকায় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিপুর লামা শ্যামপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে ভারতীয় অবৈধ জিরা, ঔষধ ও ফেসওয়াশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
সেনাক্যাম্প সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের মধ্যে-৩৫ বস্তা ভারতীয় জিরা (মোট ১০৫০ কেজি) যার আনুমানিক বাজারমূল্য ৫,২৫,০০০ টাকা সমপরিমাণ, Clop-G Cream ৩৫৫০ পিস যার আনুমানিক বাজারমূল্য ৩,৫৫০০০ টাকা ও Ponds Facewash: ২৬৩০ পিস যার আনুমানিক মূল্য: ৯,২০,৫০০ টাকা সমপরিমাণ। এ সময় জব্দকৃত পন্যের মোট বাজার মূল্য ১৮,০৫০০০ টাকা (আঠারো লক্ষ পাঁচ শত টাকা) সমপরিমাণ বলে জানা যায়।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, জব্দকৃত আলামত সমূহ সোমবার রাত ১০:০০ মিনিটে জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) নিকট হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অবৈধপন্য মজুদ ও পাচাররোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।





