সুনামগঞ্জে সন্তানকে অপহরণের চেষ্টা বাবা দেনা শোধ করতে না পারায়
রোদ্দুর রিফাত
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ
সুনামগঞ্জের ডলুরা থেকে একটি শিশু-বাচ্চাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে স্থানীয় জনতা। এসময় সাথে থাকা শিশু বাচ্চাটিকে স্থানীয়রা তাদের হেফাজতে নেন। সোমবার (২৪নভেম্বর) বিকালে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মামুদনগর বাজারে এ ঘটনাটি ঘটে।
উদ্ধারকৃত শিশুর নাম আশরাফুল ইসলাম (৫)। শিশুটি সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা গ্রামের বাসিন্দা কুদ্দুস মিয়া ওরফে ভুট্টোর ছেলে। এবং অপহরণের চেষ্টাকারীর নাম মোফাজ্জল মিয়া। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধাইম্মা ইউনিয়নের কাজলা গ্রামে।
স্থানীয়রা জানান, মোফাজ্জল মিয়ার চালচলন দেখে আমাদের কাছে সন্দেহ জাগে। এবং তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে আমরা আটক করি। আর শিশু বাচ্চাকে আমাদের কাছে নিরাপদে রাখি। পরে শাল্লা থানায় যোগাযোগ করে শিশু বাচ্চা এবং ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসি।
তবে মোফাজ্জল মিয়া বলেন, ‘আমি বাচ্চা নিয়ে আসছি কিন্তু তার বাবার কাছে আমার লেনদেন আছে। আমার লেনদেন ক্লিয়ার করলে বাচ্চাকে দিয়ে দিতাম।’
উদ্ধারকৃত শিশুর বাবা কুদ্দুস মিয়া বলেন, ‘মোফাজ্জল মিয়া আমার সাথে বাঁশের ব্যবসা করে বর্তমানে আমার ঘাটে বাঁশের নৌকা বাঁধা। এই নৌকা গতকাল পানির নিচে ডুবে গেছে এখনও ডুবন্ত অবস্থায় আছে। গতকাল আমি তার (মোফাজ্জল) কাছে দেড় লক্ষ টাকা দিয়েছিলাম। আজ সকালে মোফাজ্জল বলে আমি নৌকার কাছ থেকে আসি এর মধ্যে আমি গিয়েছি গরু মাঠে বেঁধে দিতে। এই ফাঁকে আমার বাচ্চাকে নিয়ে সে চলে যায়।’
এ বিষয়ে শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম জানান, মোফাজ্জল মিয়া শিশুটির বাবার কাছে টাকা পায়, সে টাকা না পেয়ে এই শিশুটিকে নিয়ে চলে আসে। এবং মামুদনগর বাজারে স্থানীয়রা আটকে করে। শিশুটিকে তারপ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মোফাজ্জল মিয়াকে সুনামগঞ্জ সদর থানায় প্রেরণ করা হবে। যেহেতু বাচ্চার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায় তাই ঐখানে বাচ্চার বাবা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





