আজ ওসমানীনগর যাচ্ছেন বিএনপির যুগ্ন মহাসচিব হুমায়ুন কবির
নিউজ ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ২:২৫ অপরাহ্ণ
গত ১ নভেম্বর সিলেটের ওসমানীনগরে ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ বাসের চাকায় পিষ্ট হয়েছিলেন বাবা-মেয়ে। মর্মান্তিক এ দুর্ঘনায় উত্তাল হয়ে উঠেছিল ওসমানীনগরবাসী। এখন দুর্ঘটনার ক্ষত শুকায়নি এখনও। আজ (বুধবার) বিকেল ৪ টায় শোকাহত পরিবারের খোঁজ নিতে ওসমানীনগর যাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া স্থানীয় ঐতিহ্যবাহী গোয়ালাবাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারনের সাথে কূশল বিনিয়ম সহ চালাবেন ৩১ দফার প্রচারনাও তিনি।
গত ১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮টায় সিলেট-ঢাকা মহাসড়কে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বিরতিহীন যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৪-৪৬৪৭) এর সঙ্গে সিলেটগামী যাত্রীবাহী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১২-৪৮৫৫) মুখোমুখি এ সংঘর্ষ হয়। এ ঘটনায় মারা যান হারুন মিয়া ও তার মেয়ে আনিসা (৮)। আহত হয় আরো ৪ জন। নিহত হারুন মিয়া ও তার মেয়ে আনিছা বেগম (১০) ওসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের বাসিন্দা। সেই শোকাহত পরিবারের খোঁজ নিতে বিকেলে ওসমানীনগর যাচ্ছেন বিএনপির যুগ্ন মহাসচিব হুমায়ুন কবির





