জৈন্তাপুরে প্রানীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ উদ্বোধন
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬শে নভেম্বর) বেলা ১২:০০ ঘটিকায় প্রানীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রানী সম্পদ দপ্তর ও মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জৈন্তাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (লাইভস্টক) ডাঃ হাসিনুর রহমানের সভাপতিত্বে ও উপ- সহকারী প্রানীসম্পদ কর্মকর্তা আবু জাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত প্রান্তিক খামারীরা গরু,ছাগল,গাড়ল,টাইগার মুরগী, সরালী মুরগী,দেশী বিদেশি কবুতর, বিদেশি ঘাস,সাইলেজ সহ বিভিন্ন উপকরণ নিয়ে স্টলে আসেন।এ সময় অতিথিগণ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন ও খামারিদের সাথে কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, প্রানী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা চোরা মনি সাহা, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল সহ স্হানীয় ও প্রান্তিক খামারী, প্রানী সম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্হানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।





