ছাতকে শিক্ষক সমিতির নির্বাচন ২৯ নভেম্বর,চলছে প্রচার-প্রচারণা
তমাল পোদ্দার, ছাতকঃ
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ২:০০ অপরাহ্ণ
জমে উঠেছে ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন। মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে শেষ মুহুর্তে প্রার্থীদের ব্যাপক প্রচারণা চলছে। প্রতিদিনই প্রার্থীরা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের কাছে ভোট প্রার্থনা করছেন। সমিতির সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। তবে শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আড্ডা আড্ডির লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রথম বারের মতো এই উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় সাধারণ শিক্ষকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকের সাথে আলাপ করে জানা গেছে, যোগ্য নেতৃত্বের মাধ্যমে শিক্ষক সমিতি গঠিত হলে সংগঠন গতিশীল হবে এমনটিই তারা মনে করছেন। যদিও এই স্বতন্ত্র শিক্ষক সমিতির কার্যক্রম উপজেলায় দুই দশকেরও অধিক সময় থেকে। প্রসঙ্গত, প্রতি ত্রি-বার্ষিক সম্মেলনেই সমঝোতার মধ্য দিয়ে এই উপজেলায় শিক্ষক সমিতি গঠিত হয়ে আসছে। কিন্তু এবারই প্রথম এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই প্রার্থী এবং শিক্ষক ভোটারদের মধ্যে নির্বাচনকে ঘিরে আগ্রহের মাত্রা পরিলক্ষিত হতে দেখা গেছে।
চলতি মাসের ২৯ তারিখ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সমিতির নির্বাচন। ইতিমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি, নির্বাচনের ভোট কেন্দ্র হিসেবে আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়টি নির্ধারণ করেছেন। নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা ও পালপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাবুর রহমান মুস্তাক।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন। তারা হলেন, চেচান বাউর পরশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ দুদু মিয়া ও হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিছবাহ উদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুইজন প্রার্থী। তারা হলেন, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমরেশ সরকার ও একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মনছুর আহমদ।
সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সাজিদুর রহমান। উল্লেখ্য, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ এর নির্বাচনী তফসিলে মনোনয়ন ফরম গ্রহণ ও জমা দানের তারিখ ছিল ১৪ ও ১৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৬ নভেম্বর। আপিল নিষ্পত্তি ও বৈধ তালিকা প্রকাশ ১৭ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৮ নভেম্বর এবং ভোট গ্রহণ ২৯ নভেম্বর। মোট ভোটার ৩৬৫ জন। ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও হাজী আজমত আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানিয়েছেন, ২৯ নভেম্বর শনিবার সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ওইদিন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং ভোটাররা যাতে করে আনন্দঘন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই জন্য সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে তিনি জানিয়েছেন।





