মাধবপুরে গাঁজা বোঝাই পিকআপ ফেলে পালালো পাচারকারী
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশনে রেলগেইট বন্ধ (গেইট ফেলা) থাকায় গাঁজা বোঝাই একটি পিকআপ ভ্যান ফেলে পালিয়ে গেছে মাদক পাচারকারীরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়দের খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, পিকআপে ১৫ কেজি গাঁজা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অভিযানের আশঙ্কায় কিংবা গেইট ফেলা থাকায় দ্রুত পালাতে না পেরে মাদক পাচারকারীরা গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।
মাধবপুর থানাধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ খাইরুল বশর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ তৎপর রয়েছে।





