জৈন্তাপুরে ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নে যুব সমাজের খেলাধুলার মানোন্নয়ন, সংস্কৃতি চর্চা ও সুপ্ত প্রতিভা বিকাশে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরের উপজেলা পরিষদের (রাজস্ব উন্নয়ন) তহবিল থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলীর ব্যক্তিগত উদ্যোগে ফুটবল, ভলিবল, জার্সি, ক্রিকেট সামগ্রীসহ বিভিন্ন খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়।
২৮শে নভেম্বর (শুক্রবার) বিকেলে নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান ইন্তাজ আলী উপস্থিত থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আখলাকুল আম্বিয়া, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাসুক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, বিএনপি নেতা শামীম আহমদ, রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের আগে ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র নারীদের মধ্যে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।





