বাউল আবুল সরকারের শাস্তির দাবীতে জৈন্তাপুরে বিক্ষোভ মিছিল ও সভা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বাউল আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে জৈন্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮শে নভেম্বর ২০২৫) বাদ এশা জৈন্তাপুর বাসস্ট্যান্ডে খাদিমুল ইসলাম ঐক্য পরিষদ এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুশ শাকুর। বক্তব্য রাখেন: খাদিমুন ইসলাম ঐক্য পরিষদ জৈন্তাপুর এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ বিন হোসাইন,সাধারণ সম্পাদক মাওলানা আরশাদ আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় আরও অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, একজন বাউল মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অপকর্মের জন্য বাউল আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি অনতিবিলম্বে দিতে হবে। বক্তারা অন্তবর্তীকালীন সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।




