বেগম জিয়ার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়লেন আনিসুল হক
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবার দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা কোন দিন অন্যায় কাজে আপোষ করেন নি, তিনি দেশের মানুষের জন্য এক ছেলেকে হারিয়েছেন, আমি সেই পরিবারটির জন্য দোয়া চাই, আমাদের মা খালেদা জিয়ার জন্য দোয়া চাই, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বেকার যুবক যুবতীর জন্য বেকার ভাতা চালু করা হবে, দেশের মসজিদের ইমাম মোয়াজ্জিনদের ভাতার আওতায় আনা হবে।
‘উপরোক্ত কথাগুলো (শুক্রবার ২৮ নভেম্বর) বিকালে তাহিরপুর উপজেলার বৃহত্তর বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজারে উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও বাদাঘাট ইউনিয়নের সদস্য সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে ধানের শীষ মনোনীত প্রার্থী ও কেন্দ্রী কৃষকদলের সহ সাধারণ সম্পাদক প্রধান অথিতির বক্তব্যে আনিসুল হক বলেছেন, এসময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।’
প্রধান অথিতির বক্তব্যে আনিসুল হক আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন, তাকে সংবর্ধনা দিতে দেশের কোটি মানুষ বিমানবন্দর উপস্থিত হবেন, হাওরাঞ্চলের অবহেলিত মানুষের জীবন মান উন্নয়নে কাজ করা হবে, হাওরের কৃষক ও জেলেদের জন্য কার্ডের মাধ্যমে ভাতার ব্যবস্থা করা হবে, জেলা শহরের সাথে প্রতিটি উপজেলা উপজেলার যোগাযোগব্যবস্থা উন্নত করা হবে।
এসময় তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন, বালিজুরি ইউনিয়ন, ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন, উত্তর শ্রীপুর ইউনিয়ন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন, উত্তর বড়দল ইউনিয়ন সহ বাদাঘাট ইউনিয়ন বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।





