গোয়াইনঘােট হাকিম চৌধুরীর সমর্থনে বিশাল মিছিল
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে গোয়াইনঘাটের বিছনাকান্দিতে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বৃহত্তর রুস্তুমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় হাদারপারবাজারে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহত্তর রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিশাল মিছিল সমাবেশে গোয়াইনঘাট উপজেলা, বিছনাকান্দি ও রুস্তুমপুর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, সিলেট-৪ আসনের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত জননেতা হচ্ছে হাকিম চৌধুরী। তিনি এই জনপদের মানুষের সুখে দুখে সব সময় পাশে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে সিলেট-৪ আসনে যোগ্য ও মাঠের প্রার্থী হাকিম চৌধুরীকে মনোনয়নের বিকল্প নেই। হাই কমান্ডকে স্থানীয় জনগণের মতামত যাছাই করার দাবি জানান তারা।




