চলছে প্রচার-প্রচারণা: ছাতকে পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার
ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরে প্রচার-প্রচারণায় মুখরিত ছিলো ছাতক। পোষ্টারে-পোষ্টারে ছাইয়ে গেছে কাষ্টম রোড সহ শহরের বিভিন্ন এলাকা। ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হতে দেখা গেছে। ঐতিহ্যবাহী এ সংগঠনের নির্বাচনে ব্যাপক সাড়া পড়েছে শহরে। নির্বাচন নিয়ে চলছে এখানে উৎসবের আমেজ। গতকাল রাত থেকে নির্বাচনের
আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে। তবুও নীরবে চলছে প্রচারণা।
পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১২টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী লড়বেন। সভাপতি পদে হাজী মোঃ আবুল হায়াত (ছাতা) প্রতিক, হাজী মোঃ আবুল হাসান (চাকা) প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন। সহ-সভাপতি পদে হাজী মোঃ আরিছ উদ্দিন (গোলাপ ফুল) প্রতিক, হাজী মোঃ ছালেক মিয়া (টেবিল) প্রতিক, হাজী মোঃ সুজন মিয়া (উড়োজাহাজ) প্রতিক, সুনিল কান্তি দে (দোয়াত কলম) প্রতিক নিয়ে লড়ছেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুল হাই কালা মিয়া (কাপ পিরিচ) প্রতিক ও মাওলানা জহির আহমদ (আনারস) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদে হাজী মোঃ বাবুল মিয়া (তালা চাবি) প্রতিক, সাহিদুল ইসলাম ফরিদ (হাত পাখা) প্রতিক, প্রচার সম্পাদক পদে আদনান হোসেন মিজান (মই) প্রতিক, মোঃ আব্দুল আমিন (আম) প্রতিক, দপ্তর সম্পাদক পদে মোঃ আতিকুর রহমান শাওন (গরুর গাড়ি) প্রতিক, হাজী মোঃ ছুরত হোসেন (কলস) প্রতিক নিয়ে লড়ে যাচ্ছেন। কার্যকরী সদস্য পদ প্রার্থী মোঃ নাজমুল হাসান জুয়েল (বই) প্রতিক, হাজী মোঃ বদরুল আলম (ফুটবল) প্রতিক, মোঃ শুক্কুর উল্লাহ (রিক্সা ) প্রতিক, মোঃ জাহাঙ্গীর আলম রুবেল (হাতি) প্রতিক এবং এম শাহরিয়ার তারেক (সিলিং ফ্যান) প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন। সহ-সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হাজী মোঃ আব্দুস সাত্তার তার মনোনীত প্রতিক (দেয়াল ঘড়ি)। এ পদে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হতে যাচ্ছেন।
ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাই আজাদ, নির্বাচন কমিশনার আব্দুল গনি, মহন্ত কুমার রায়, আব্দুল আলিম জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২৯ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।





