জকিগঞ্জে আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শীতবস্ত্র ও ইউনিফর্ম বিতরণ
জকিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
সিলেটের জকিগঞ্জ উপজেলার গণিপুর ছাহেববাড়িতে অবস্থিত আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গত রবিবার (৩০ নভেম্বর) যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাজ ও সারফরাজের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য সৈয়দ আবদুর রহমান। সহযোগিতা করেন লতিফি হ্যান্ডস ও মডার্ন ওয়াল আর্ট।
দিনব্যাপী আয়োজনে বাদ যোহর বুখারি শরীফ খতম, আসরের পর শীতবস্ত্র বিতরণ, আর মাগরিবে জিকির, নসিহত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এশার নামাজের পর শিরনি বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।





