কানাইঘাটে রাস্তা থেকে তুলে নিয়ে যুবককে হত্যা
কানাইঘাট প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে দনা সীমান্তের রাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (২০) রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, লেনদেন সংক্রান্ত বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সাইফুলকে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। খবর পেয়ে আত্মীয়রা রক্তমাখা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, “সাইফুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের ধরতে চেষ্টা চলছে।”





