সিলেটে চা বাগান থেকে ১২ জন জুয়াড়ি আটক
নিজস্ব প্রতিবেদন :
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান এলাকা থেকে ১২ জন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মাসুক আহমদ (৩৫), স্বন্দীপ চাষা (২৭), সুমন দেবনাথ (৩২), ফরিদ আহমদ (২৮), রহিম মিয়া (৪০), খোকন মিয়া (৩৫), সেবুল আহমদ (৫৫), নজরুল ইসলাম (৩২), রেদোয়ান আহমদ (৩০), রুনু আহমদ (৪০), মোঃ রাজু (৩৪) ও মোহাম্মদ আলী (৫৫)।
পুলিশ জানায়, অভিযানকালে বুরজান চা বাগান উত্তর লাইন ফরিদ স্টোরে প্রকাশ্যে ঝাণ্ডু-মুন্ডু জুয়া খেলার সময় তারা আটক হন। আটককৃতদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।





