ছাতকে বিএনপি প্রার্থী মিলন এর সাথে মার্কিন দূতাবাসের জেমস এ. স্টুয়ার্টের সাক্ষাৎ
ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার এন্ড ফার্স্ট সেক্রেটারি জেমস এ. স্টুয়ার্ট।
মঙ্গলবার সকালে শহরের বাগবাড়ি মহল্লায় কলিম উদ্দিন আহমেদ মিলনের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় সাবেক এমপি মিলনের সাথে দুই ঘন্টারও অধিক সময় ধরে স্থানীয় রাজনীতি, দেশের বর্তমান প্রেক্ষাপট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেইং, আইনশৃঙ্খলা সহ বিভিন্ন দিক নিয়ে একান্ত আলোচনা করেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার এন্ড ফার্স্ট সেক্রেটারি জেমস এ. স্টুয়ার্ট।





